অতি বর্ষায় জমি জলমগ্ন হওয়ায় ফুলচাষিরা সঙ্কটে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দুর্গাপুজোর মুখে পদ্মফুল-সহ প্রায় সব ফুলেরই ক্ষয়-ক্ষতি হয়েছে। মহালয়ার পর দুর্গাপুজো আগত প্রায়। ফুল সংগ্রহ করতে গিয়ে জেরবার পরিস্থিতি। স্থানীয় সূত্রের খবর, নিম্নচাপের আবহে রাজ্যের বেশ কয়েকটি জেলার বিস্তীর্ণ এলাকায় ফুল চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। ফুল চাষের জমি জলমগ্ন হয়ে গিয়েছে। অন্যদিকে অতি বর্ষায় কিছু কিছু জেলায় জমি দীর্ঘ সময় ধরে জল জমে ছিল। এই পরিস্থিতিতে পদ্মফুল-সহ সব ধরনের ফুল চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গাপুজোর দিনগুলিতে এর প্রভাব পড়ার আশঙ্কা বেড়ে গিয়েছে। বিরাট ক্ষতির মুখোমুখি হতে চলেছেন ফুলচাষিরা।
উল্লেখ করা যায়, প্রতি বছর দুর্গাপুজোর সময়েই সব থেকে বেশি রোজগার করে থাকেন ফুলচাষিরা। এবার এই পরিস্থিতির মধ্যে ক্ষতিগ্রস্ত ফুলচাষিদের আর্থিক সহায়তা দেওয়ার আবেদন জানানো হয়েছে। এক্ষেত্রে ফুলচাষিদের বক্তব্য, ঘূর্ণিঝড় যশের তাণ্ডবে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও উত্তর-দক্ষিণ ২৪ পরগনা-সহ বেশ কয়েকটি জেলায় ফুল চাষে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। এরপর নিম্নচাপের জেরে অতি বর্ষণে জলমগ্ন হয়ে পড়ে ফুল চাষের জমি। ঋণ নিয়ে চাষ করার পর প্রাকৃতিক বিপর্যয়ে সব ক্ষয়-ক্ষতি হয়ে গিয়েছে। এ বিষয়ে ফুল চাষিদের আরও দাবি, করোনা আবহে লকডাউনের জেরে সঙ্কট বেড়েছিল। এবার অতি বর্ষায় ও প্রাকৃতিক বিপর্যয়ে আরও ব্যাপক ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ফুলচাষিদের জেরবার পরিস্থিতি পুজোর আগেই।

