মানব শরীরে প্রমান মিলেছে করোনা অ্যান্টিবডির
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনা থেকে সেরে ওঠার পর অনেকেরই শরীরে কোভিড-প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠছে। ‘নভেল করোনা’ অসুখ নিয়ে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত ভাবে কোনও উত্তর দিতে পারছেন না। কোভিড প্রতিরোধক ক্ষমতা গড়ে ওঠার বেশ কিছু রিপোর্ট প্রকাশিত হয়েছে। ওয়াশিংটন পোস্টে সম্প্রতি প্রকাশিত একটি সংক্রমণের রিপোর্টে দেখা গিয়াছে, ১০০ জন মৎসজীবীর করোনা হলেও তার মধ্যে তিন জন নেগেটিভ। যাত্রা শুরুর আগে বিজ্ঞানীরা ১২২ জনের রক্তের নমুনা সংগ্রহ করেছিলেন। তাঁদের মধ্যে কেবলমাত্র তিনজনের শরীরেই অ্যান্টিবডির হদিস মেলে। বিজ্ঞানীরা বলছেন তিন মৎসজীবীর শরীরে অ্যান্টিবডির উপস্তিতি সম্ভবত অতীতের সংক্রমণ থেকে এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধক ক্ষমতা গড়ে উঠেছিল।
সাম্প্রতিক কিছু গবেষণায় জানা গেছে একদিকে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে আশার আলো দেখা দিয়েছে, তেমনই ক্ষমতা দীর্ঘস্থায়ী বলেও জানা গিয়েছে। বিজ্ঞানীরা ইতিমধ্যেই জানিয়েছেন যে সংক্রমণের কিছু মাসের পরই অ্যান্টিবডির পরিমান মানব শরীরে ধীরে ধীরে কমতে থাকে।তাই সেরে ওঠা ব্যাক্তিদের আবার সংক্রমিত হওয়ার আশঙ্কা আছে।ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের এক বিজ্ঞানী জানিয়েছেন যে সংক্রমণ না হলে শরীরে অ্যান্টিবডির পরিমান কমাই স্বাভাবিক।

