Ganga Sagar-1Others 

গঙ্গাসাগরে স্নান পর্বে নিয়ন্ত্রণ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা আবহে এবার গঙ্গাসাগরে স্নান বন্ধ করার বিধি-নিষেধ। কাউকে সমুদ্রে না নামতে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রশাসন। তবে মেলায় আসা সাধু-সন্তদের স্নানে বাধা দেওয়া হবে না বলে জানানো হয়েছে। এ বিষয়ে জানা গিয়েছে, কেউ যাতে সমুদ্র-স্নান না করতে পারেন, তার জন্য ঘাটগুলিতে ব্যারিকেড দেওয়া হবে। তবে সাধুদের স্নানে বাধা দেওয়া যাবে না বলে জানানো হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মেলায় আসা পুণ্যার্থীদের জন্য সমুদ্র-স্নানের বিকল্প ব্যবস্থাও রাখা হচ্ছে। এক্ষেত্রে অস্থায়ী স্নানের জায়গা তৈরি করে সমুদ্র থেকে পাইপ লাইনের মাধ্যমে জল এনে স্নানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ড্রোনের মাধ্যমে ওপর থেকে জল ছিটিয়েও পুণ্যার্থীদের শুদ্ধকরণ-এর ব্যবস্থা থাকছে। করোনা-বিধি মেনে সমস্তরকম আয়োজন করা হবে বলে দাবি করেছে প্রশাসন।

Related posts

Leave a Comment