গঙ্গাসাগর মেলা পরবর্তী বছরে অনলাইনেই দেখা যাবে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আগামী বছর গঙ্গাসাগর মেলা অনলাইনেই দেখা যাবে। এমনই উদ্যোগ গ্রহণ করছে জেলা প্রশাসন। সূত্রের খবর, এক্ষেত্রে মেলা অনলাইনে দেখতে পারবেন দেশ-বিদেশের মানুষ। করোনা আবহে এমন পরিকল্পনা গ্রহণ করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। অনলাইনে মেলা, স্নান ও মন্দিরের পুজো দেখার কথা জানিয়েছেন জেলাশাসক পি উলগানাথন। করোনা পরিস্থিতিতে সংক্রমণ রুখতে একাধিক পদক্ষেপ করা হবে বলেও জানান তিনি। সূত্রের আরও খবর, চলতি বছরে এই মেলা উপলক্ষ্যে ৫০ লক্ষ পুণ্যার্থী এসেছিলেন এই গঙ্গাসাগরে। করোনা সংক্রমণ আগামী বছর কী পরিস্থিতিতে দাঁড়াবে তা নিয়ে সংশয় বেড়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, অনেকেই হয়তো আসতে পারবেন না করোনা পরিস্থিতির কারণে। তাই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে মেলাকে সর্বস্তরে পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করছে প্রশাসন।

