সরকারি কর্মীদের নিভৃতবাসের ছুটি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নিজে বা পরিবারের কেউ করোনা পরিস্থিতিতে আক্রান্ত হলে সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকেরাও ‘কোয়ারান্টিন লিভ’ বা নিভৃতবাসের ছুটি প্রত্যাশা করেন। এবার অর্থ দফতর বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, গত ১২ মার্চ থেকে করোনা পরিস্থিতিতে আক্রান্ত সরকারি কর্মীরা নিভৃতবাসের ছুটি পাবেন। এক্ষেত্রে বলা হয়েছে, পরিবারের কেউ সংক্রামিত হওয়ায় যাঁরা অফিসে আসতে পারেননি, তাঁদের সেই অনুপস্থিতিকে কোয়ারান্টিন লিভ হিসেবে ধরা হবে।
এক্ষেত্রে আরও জানা যায়, সার্স, মার্স, সোয়াইন ফ্লু বা অ্যাভিয়েন ইনফ্লুয়েঞ্জা এবং ক্রিমিয়ান কঙ্গো হেমারেজিক ফিভার-ও রয়েছে এই তালিকার মধ্যে। এ বিষয়ে শিক্ষকদের একটা অংশ জানিয়েছেন, এই বিজ্ঞপ্তি অনুযায়ী করোনা-সহ ওই সব সংক্রামক রোগ হলে একমাত্র সরকারি স্কুলের শিক্ষকেরাই কোয়ারান্টিন লিভ পাবেন। অথচ রাজ্যে সরকার পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলই বেশি। অন্যদিকে এ ব্যাপারে শিক্ষক সংগঠনগুলি দাবি করেছেন, অর্থ দফতরের বিজ্ঞপ্তির সঙ্গে সাযুজ্য রেখে বিজ্ঞপ্তি দিক শিক্ষা দফতর। তবেই সব শিক্ষক নিভৃতবাসের ছুটি পাবেন।

