জিএসটি ১৮ শতাংশ হারে : কেন্দ্রীয় হস্তক্ষেপ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ১৮ শতাংশ জিএসটি। সূত্রের খবর, সমাজসেবামূলক প্রতিষ্ঠান চলমান ট্যাঙ্কারের মাধ্যমে কম দামে পানীয় জল সরবরাহ করে থাকে। তার উপরে ১৮ শতাংশ হারে জিএসটি বসবে বলে জানিয়েছে অর্থরিটি ফর অ্যাডভান্স রুলিং। এক্ষেত্রে বলা হয়েছে, এই জল শোধন করে সরবরাহ করা হয়, তাই এতে কর মকুব হবে না। এই রায়ে ক্ষোভ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট মহল। এ বিষয়ে আরও বলা হয়েছে, পানীয় জল মানুষের মৌলিক অধিকার। এক্ষেত্রে এভাবে কর বসানো সেই অধিকারের পরিপন্থী। বিষয়টি নিয়ে এবার কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করা হয়েছে বলেও জানা যায়।

