জিএসটি সংগ্রহের অঙ্ক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জিএসটি সংগ্রহ। সূত্রের খবর, বছরের প্রথম মাসে জানুয়ারিতে জিএসটি সংগ্রহের অঙ্ক দাঁড়াল ১.৩৮ লক্ষ কোটি টাকা। এক্ষেত্রে জানানো হয়েছে, যা ১ বছর আগের তুলনায় ১৫ শতাংশ বেশি। বিষয়টিকে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর প্রতিফলন বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ করা যায়, এই নিয়ে টানা ৭ মাস ১ লক্ষ কোটির উপরে থাকল জিএসটি সংগ্রহ। এক্ষেত্রে আরও জানা যায়, গত এপ্রিল মাসে ১.৩৯ লক্ষ কোটির জিএসটি সংগ্রহই এখন পর্যন্ত সর্বোচ্চ।

