H2 TrainTechnology 

হাইড্রোজেন ট্রেন পরিষেবা শীঘ্রই শুরু হতে চলেছে?

দীর্ঘ প্রতীক্ষার অবসান। জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা, ফ্রান্স এবং সুইডেনের পর ভারত বিশ্বের অষ্টম দেশ হিসেবে হাইড্রোজেন ট্রেন চালু করতে চলেছে। ভারতবর্ষে পরিবেশবান্ধব গণপরিবহণ ব্যবস্থা রেলের। দেশের প্রথম হাইড্রোজেন ইঞ্জিত–চালিত ট্রেন পরিষেবা চালু হতে চলেছে ২০২৬ সালের নতুন বছরের জানুয়ারি মাসেই। দূষণহীন এই ট্রেন। যার গতি ঘণ্টায় ১১০ কিমি।

রেল সূত্রের খবর, এই ট্রেন হরিয়ানার ঝিন্দ-শোনিপত রুটে যাত্রার জন্য ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর মাসেই এই প্রকল্পের পরিষেবা চালু হওয়ার কথা ছিল। সব কিছু ঠিক থাকলে নতুন বছরের জানুয়ারিতেই এই ট্রেন বাণিজ্যিকভাবে পরিষেবা চালু করবে। লখনৌয়ের “রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন” (আরডিএসও)-এর প্রয়াসে ঝিন্দে লোকোমোটিভ ও হাইড্রোজেন প্লান্টে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়।

“হাইড্রোজেন ট্রেন”-১০কামরা বিশিষ্ট হবে। এটি বিশ্বের দীর্ঘতম ট্রেন হতে চলা হাইড্রোজেন চালিত ট্রেন, যার ইঞ্জিনটি ২৪০০ কিলোওয়াট শক্তি উৎপাদনে সক্ষম। ট্রেনটি ব্রডগেজ লাইনে চলাচল করবে। সর্বোচ্চ মোট ২,৫০০ জন যাত্রী বহনে সক্ষম এই ট্রেন। প্রায় ৮২ কোটি টাকায় এই ট্রেনটি চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি–তে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে। ট্রেনের প্রতিটা কামরাই শীতাতপ নিয়ন্ত্রিত ফলে কামরার দরজাগুলো স্বয়ংক্রিয় হবে। এই ট্রেনের ইঞ্জিন ৩৬০ কেজি হাইড্রোজেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করে ১৮০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। প্রতি কিলোমিটার পথ চলার জন্য ট্রেনটির দুই কেজি জ্বালানি প্রয়োজন।ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিমি গতিতে চলতে পারলেও পরিষেবার সময়ে এর গতি ঘণ্টায় ১১০কিমি রাখা হবে বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment