প্রবল ভূ-কম্পনে কাঁপল হাইতি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রবল ভূ-কম্পনে কেঁপে গেল হাইতি। রিখটার স্কেলে ভূকম্পের মান ৭.২, আমেরিকান জিওলজিক্যাল সার্ভে সূত্রে এ খবর জানানো হয়েছে। সূত্রের খবর, হাইতির রাজধানী পোর্ট অউ প্রিন্সের ১২৫ কিলোমিটার পশ্চিম এর কেন্দ্রস্থল। সরকারিভাবে জানানো হয়েছে, ভূকম্পের জেরে দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। প্রাণহানি ও সম্পত্তি নষ্ট হয়েছে বলেও জানা যায়। প্রশাসনিকভাবে প্রায় ২৯ জনের মৃত্যুর খবর জানানো হয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন হাইতিকে সাহায্য পাঠানোর নির্দেশ দিয়েছেন।

