আমেরিকায় কৃতিত্ব হরেন্দ্র সিংয়ের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আমেরিকার কোচ হরেন্দ্র। সূত্রের খবর, নতুন চ্যালেঞ্জ ভারতের জাতীয় পুরুষ ও মহিলাদের হকি টিমের প্রাক্তন কোচ হরেন্দ্র সিংয়ের। উল্লেখ করা যায়, আমেরিকার পুরুষদের জাতীয় টিমের কোচ হয়েছেন হরেন্দ্র। প্রসঙ্গত, ২০১২ সালে দ্রোণাচার্য হয়েছেন হরেন্দ্র। পাশাপাশি ২০১৭-১৮ সালে ভারতের পুরুষদের জাতীয় টিমের দায়িত্ব পালন করেছেন। তার আগে তিনি ছিলেন ভারতের মহিলাদের টিমের দায়িত্বে। এক্ষেত্রে আরও জানা যায়, ২০১৮ সালে ভারতের পুরুষ টিম এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী হয় তাঁর কোচিংয়ে। ওই বছরই ভুবনেশ্বরে বিশ্বকাপে পঞ্চম হয়েছে ভারত। আবার এশিয়ান গেমসেও জয়ী হয়ে ব্রোঞ্জ পেয়েছে।

