Harsh Vardhan-1Others 

স্বাস্থ্যকর্মীদের চিহ্নিত করতে রাজ্যগুলিকে চিঠি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : স্বাস্থ্যকর্মীদের চিহ্নিত করতে চিঠি। সূত্রের খবর, স্বাস্থ্যকর্মীরা করোনা পরিস্থিতিতে প্রতিষেধক দেওয়ার কাজে যুক্ত হবেন, তাঁদের এখন থেকেই চিহ্নিত করে রাখার নির্দেশ দিয়ে রাজ্যগুলিকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ করা যায়, প্রতিষেধক দেওয়ার প্রাথমিক তালিকায় রয়েছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত অন্যান্য কর্মী ও আশাকর্মীরা। এক্ষেত্রে আরও জানা যায়, তাঁদের মধ্যে কারা প্রতিষেধক দেওয়ার যোগ্য হবেন, সেই তালিকা এখনই তৈরি করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিষেধক চললে যাতে সময় নষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রাখা হবে।

Related posts

Leave a Comment