উৎসবের মরসুমে গৃহঋণে সুদের হার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : উৎসবের মরসুমে গৃহঋণে সুদের হার কমানোর কথা জানিয়েছে এইচডিএফসি। এক্ষেত্রে বলা হয়েছে, সমস্ত নতুন ঋণের ক্ষেত্রে সুদের হার কমে হয়েছে ৬.৭ শতাংশ। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে বলেও জানানো হয়। এ বিষয়ে আরও বলা হয়, গ্রাহকের ঋণ শোধের ক্ষেত্রও ভাল হতে হবে। উল্লেখ করা যায়, একই অবস্থান নিয়েছে স্টেট ব্যাঙ্ক, ব্যাঙ্ক অব বরোদা ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক।

