ব্যাঙ্ককে পরিষেবা স্থগিত রাখার নির্দেশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ব্যাঙ্ককে নির্দেশ। সূত্রের খবর, গত মাসে ডেটা সেন্টারে প্রযুক্তি বিঘ্নিত হয়। এক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্ককে আপাতত নতুন ডিজিটাল ব্যবসা সংক্রান্ত পরিষেবা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। শীর্ষ ব্যাঙ্ক সূত্রে জানানো হয়েছে, এখনই নেওয়া যাবে না নতুন ক্রেডিট কার্ড গ্রাহকও। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখার জন্য ব্যাঙ্ক বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। আবার স্টেট ব্যাঙ্কের ইয়োনো অ্যাপেও প্রযুক্তিগত সমস্যা হয় বলে জানা যায়।

