স্বাস্থ্য কমিশনের নির্দেশিকা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্য স্বাস্থ্য কমিশন আরটিপিসিআর পরীক্ষার খরচ কমানোর নির্দেশিকা জারি করেছে। উল্লেখ করা যায়, ২০২০ সালের ডিসেম্বর মাসে করোনা আবহের ওই পরীক্ষার মূল্য কমিয়ে ৯৫০ টাকা করে রাজ্য সরকার। পরবর্তীতে স্বাস্থ্য কমিশন নির্দেশিকা জারি করে তা ৫০০ টাকা করেছে। সূত্রের খবর, করোনা আবহে প্রথম দিকে আরটিপিসিআর পরীক্ষায় বেসরকারি কেন্দ্রগুলি নিজেদের খেয়াল-খুশি মতো টাকা নিচ্ছিল বলে অভিযোগ সামনে আসে। এক্ষেত্রে আরও জানা যায়, প্রথম দিকে ২৫০০ টাকা, তারপর ১৫০০ টাকা। এরপর তা ১২০০ টাকা খরচ বেঁধে দিয়েছিল রাজ্য। ১ বছরের বেশি সময় ধরে সেটি ছিল ৯৫০ টাকা।

