রাজ্যজুড়ে বর্ষার দাপট বাড়বে : আবহাওয়া দফতর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও জানানো হয়েছে। নিম্নচাপের জেরে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনার কথা বলা হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।
এছাড়া উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি ও দক্ষিণবঙ্গের নদিয়া ও মুর্শিদাবাদে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনার কথা বলছে হাওয়া অফিস।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, ঝাড়গ্রাম সহ হাওড়া জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকছে। শনি ও রবিবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আবহাওয়া দফতর ৷
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে আরও বলা হয়েছে,কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও গরমের অস্বস্তি থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়লে শুক্রবার থেকে কমে যাবে দিনের তাপমাত্রা। ভারী বৃষ্টির প্রভাবে স্বস্তি পাওয়ার সম্ভাবনা থাকছে। এ সপ্তাহে রাজ্যজুড়ে বর্ষার দাপট বাড়বে বলেও মনে করছেন আবহাওয়াবিশেষজ্ঞরা। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস রয়েছে।

