candidate and all partyOthers Politics 

তৃতীয় দফায় অনেক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ-জেনে নিন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: তৃতীয় দফার ভোট ৬ এপ্রিল। কয়েকজন হেভিওয়েট প্রার্থীর অগ্নিপরীক্ষা হতে চলেছে। সেই তালিকা একনজর দেখে নিন। তৃতীয় দফার ক্ষেত্রে শাসক ও বিরোধী সব পক্ষেরই একাধিক নামজাদা প্রার্থী রয়েছেন। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি-র ৩১ আসনে হতে চলেছে তৃতীয় দফার নির্বাচনে। দু’দফার ভোট পর্ব শেষ। তৃণমূল ও বিজেপি উভয় পক্ষই দাবি করেছেন, প্রথম এই দু-দফার ৬০ আসনের সিংহভাগই গিয়েছে তাঁদের দখলে। এবার তৃতীয় দফার ভোট কাল। কারা নামছেন এই ভোট পরীক্ষায় তা জানানো হল।

স্বামী বিজেপি সাংসদ হলেও সৌমিত্র খাঁয়ের দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন সুজাতা । বিজেপিতে থাকাকালীন তাঁর সাংগঠনিক ক্ষমতা নিয়ে কোনও দ্বিমত নেই। তৃণমূলে যোগ দেওয়ার পর নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় সুজাতা মন্ডল খাঁ কে। আরামবাগের তৃণমূল প্রার্থীও করা হয়েছে। তাঁর প্রতিপক্ষ বিজেপি প্রার্থী মধুসূদন বাগ। উল্লেখ করা যায়,২০১৬ সালের নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী কৃষ্ণচন্দ্র সাঁতরা ৫০ শতাংশেরও বেশি ভোট পান।

স্বপন দাশগুপ্ত বিজেপির রাজ্যসভার সাংসদ। এবার তারকেশ্বরের মতো কেন্দ্রে বিজেপি প্রার্থী তিনি। বিজেপি সরকার গড়লে স্বপন দাশগুপ্তের নাম মুখ্যমন্ত্রী পদের জন্যও আলোচনায় আসতে পারে,এমনটাই একাংশ বলছেন। বিদেশে উচ্চ শিক্ষিত ও সাংবাদিক হিসেবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে। সব মিলিয়ে স্বচ্ছ ভাবমূর্তি থাকায় তাঁকে নিয়ে প্রত্যাশা বিজেপির । তাঁর নির্বাচনী কেন্দ্রে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ওই কেন্দ্রে হিন্দু ভোটের দিকে নজর রয়েছে বিজেপির।

রায়দিঘিতে জনপ্রিয় মুখ। দীর্ঘদিনের রাজনীতিক। বাম জামানায় মন্ত্রীও ছিলেন। ২০১১ সালে পরিবর্তনের হাওয়ায় পরাজিত হন কান্তি গঙ্গোপাধ্যায় । তাঁকে পরাজিত করেন তৃণমূলের প্রার্থী দেবশ্রী রায়। দুবারের বিজয়ী বিধায়ক দেবশ্রীকে এবার প্রার্থী করেননি তৃণমূল সুপ্রিমো। তবে রায়দিঘি থেকে প্রার্থী হয়েছেন কান্তি গঙ্গোপাধ্যায়। এবার কান্তিবাবু লড়ছেন তৃণমূলের অলোক জলদাতা এবং বিজেপি প্রার্থী শান্তনু বাপুলির সঙ্গে। প্রবীণ এই বাম নেতা এখনও লড়াই ছাড়তে নারাজ। তবে প্রমাণ পাওয়া যাবে আগামী ২ মে।

বারুইপুর পশ্চিম কেন্দ্র থেকে পরপর ২ বার জয়ী হয়েছেন বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার বিদায়ী স্পিকার বিমানবাবু এবার লড়ছেন বিজেপির দেবোপম চট্টোপাধ্যায় ও সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী লাহেক আলির বিরুদ্ধে । উল্লেখ্য,২০১৬ সালে ৩০ হাজার ভোটে জয়ী হলেও এবার অনেকটাই শক্তি বেড়েছে বিজেপির । রীতিমতো চ্যালেঞ্জের মুখে বিমান বন্দ্যোপাধ্যায়।

যোগ দিয়েছেন বিজেপিতে। হাওড়ার শ্যামপুরের দলীয় প্রার্থীও তিনি। এই অভিনেত্রী রাজনীতিতে পা রেখেছেন গেরুয়া শিবিরে। মিঠুন চক্রবর্তীকে নিয়ে নিজের এলাকায় রোড শো-ও করিয়েছেন তনুশ্রী চক্রবর্তী। প্রসঙ্গত,২০১৬ সালে তৃণমূল প্রার্থী কালীপদ মণ্ডল ১ লাখেরও বেশি ভোটে জয়ী হন। এবারও তিনিই ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী। কাজেই কাজটা কঠিন তনুশ্রীর কাছে।

খবরটি পড়ে ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করবেন।

Related posts

Leave a Comment