তপন কান্দু হত্যা মামলায় সিবিআই
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যা মামলা সিবিআই -কে দেওয়ার নির্দেশ আদালতের। অবিলম্বে রাজ্য পুলিশের হাতে থাকা সব নথি সিবিআই কে দেওয়ার নির্দেশ। অভিযোগকারী এবং মানুষের মনে আস্থা ফেরাবার জন্য এই নির্দেশ। আইসি র বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। অভিযোগ, তিনি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছিলেন। তিনি কারো নির্দেশে কাজ করছিলেন। অভিযোগ উঠেছে, মামলার চূড়ান্ত রিপোর্ট আসার আগেই তিনি আইসি কে ক্লিন চিট দিয়েছেন। অভিযোগ, তাকে কয়লা পাচার মামলায় ডেকে পাঠানো হয়েছে। ডেকেছে ইডি।
তদন্তের এই পর্যায়ে রাজ্য পুলিশের তরফে কোন অস্বচ্ছতা বা গাফিলতি রয়েছে এমনটা মনে হচ্ছে না। কিছু কিছু খামতি অবশ্যই আছে। প্রথমত: ঘটনার সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি হয়নি, এবং ধৃত কলেবর সিং কে ট্রানজিট রিমান্ডে আনা হয়নি। আই সি সঞ্জীব ঘোষকে হেফাজতে নেওয়া হয়নি, তিনি এখনো কর্মরত। সঞ্জীব ঘোষের ফোন বাজেয়াপ্ত করা হয়নি, এতক্ষণে গুরুত্বপূর্ণ তথ্য হয়তো নষ্ট করে দেওয়া হয়েছে। আরও অনেক অগ্রগতি তদন্তে আনা যেত।
পরিবারের আইনজীবীদের দাবি
গতকাল জেলার পুলিশ সুপার আইসি সঞ্জীব ঘোষকে ক্লিনচিট দিয়েছেন। তিনি আরও বলেছেন যে, এটা পারিবারিক বিবাদ। সত্যি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। এই পুলিশ সুপারকেই কয়লা পাচার মামলায় ইডি ডেকে পাঠিয়েছিল।
রাজ্যের দাবি
পুলিশ সত্য উদঘাটনে সব পদক্ষেপ করছে। বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। পূর্ণিমা কান্দুর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। ভাইপো মিঠুন কান্দুর জবানবন্দী কাল নেওয়া হবে। বিতর্কিত ভাইরাল অডিও ক্লিপ বাজেয়াপ্ত করা হয়েছে ।

