HPCLOthers 

২০০ ইঞ্জিনিয়ার নিচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারের শূন্যপদে ২০০ জনকে নিচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। প্রথমে কাজে যোগদানের দিন থেকে ১ বছরের প্রবেশন।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (গ্রড ই২): শূন্যপদ ১২০টি। মেকানিক্যাল, মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারী হতে হবে। বয়স ২৫ বছরের মধ্যে। সিভিল ইঞ্জিনিয়ার (গ্রড ই২): শূন্যপদ ৩০টি। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারী হতে হবে। বয়স ২৫ বছরের মধ্যে। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার (গ্রড ই২): শূন্যপদ ২৫টি। ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারী হতে হবে। বয়স ২৫ বছরের মধ্যে। ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ার (গ্রড ই২): শূন্যপদ ২৫টি। ইন্সট্রুমেন্টেশন, ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন, ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারী হতে হবে। বয়স ২৫ বছরের মধ্যে। মাইনে ৫০,০০০ – ১,৬০,০০০ টাকা। প্রবেশনের প্রথম ৬ মাস প্রতি মাসে ৫,০০০ টাকা করে রিটেনশন অ্যামাউন্ট কাটা হবে। এই অর্থ কনফার্মেশনের পর অফিসারদের ফেরত দেওয়া হবে।

সব শিক্ষাগত যোগ্যতাই রেগুলারে, ৪ বছরের পুরো সময়ের হতে হবে। অন্তত 60% (তপশিলি বা শারীরিক প্রতিবন্ধী হলে অন্তত 50%) নম্বর বা সমতুল গ্রেড পেয়ে পাশ করে থাকতে হবে। উপরে বলা ইঞ্জিনিয়ারিং ডিগ্রির ফাইনাল ইয়ার বা সেমিস্টারের ছাত্র-ছাত্রীরাও আবেদন করতে পারবেন।

প্রার্থিবাছাই হবে কম্পিউটার বেসড টেস্ট, গ্রুপ টাস্ক, পার্সোনাল ইন্টারভিউ ইত্যাদির মাধ্যমে। কম্পিউটার বেসড টেস্টের প্রথম পার্টে থাকবে জেনারেল অ্যাপটিটিউড এবং দ্বিতীয় পার্টে থাকবে টেকনিক্যাল/ প্রফেশনাল নলেজের বিষয়ে অবজেকটিভ প্রশ্ন। কোন নেগেটিভ মার্কিং নেই। আবেদন পত্রের তথ্য এবং কম্পিউটার বেস্ট টেস্টের ভিত্তিতে মেধা তালিকা প্রস্তুত হবে। মেধা তালিকাভুক্ত প্রার্থীদের ডাকা হবে গ্রুপ টাস্ক এবং পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য। সব পরীক্ষাতেই ন্যূনতম নম্বর পেয়ে পাশ করে থাকতে হবে। ৩টি পরীক্ষার ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হবে। নিয়োগের আগে ডাক্তারি পরীক্ষা হবে।

দরখাস্তের ফি ববাদ দিতে হবে (জিএসটি-সহ) ১,১৮০ টাকা। ফি দেবেন ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইউপিআই/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না।

দরখাস্ত করবেন অনলাইনে www.hindustanpetroleum.com ওয়েবসাইটের Careers > Current Openings অপশনের মাধ্যমে, ১৫ এপ্রিলের মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment