জাতীয় চিকিৎসা দিবসে ছুটি ঘোষণা রাজ্যে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জাতীয় চিকিৎসা দিবস উপলক্ষ্যে আগামী ১ জুলাই ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। সূত্রের খবর, করোনা আবহজনিত পরিস্থিতিতে চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করেছেন। সেই কাজের স্বীকৃতি ও সম্মান জানাতে ওই দিন ছুটি ঘোষণা করা হয়েছে বলে খবর। উল্লেখ করা যায়, ওই দিনই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন।

