হাওড়া স্টেশন সংলগ্ন রেল মিউজিয়াম খুলছে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রেল মিউজিয়াম। সূত্রের খবর, ৯ মাস বন্ধ থাকার পর খুলে দেওয়া হচ্ছে হাওড়া স্টেশন সংলগ্ন রিজিওনাল রেল মিউজিয়াম। উল্লেখ করা যায়, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে ঔপনিবেশিক সময় থেকে রেলপথের বিস্তার সংক্রান্ত তথ্য ও ঐতিহাসিক উপকরণ রয়েছে ওই মিউজিয়ামে। আবার বিখ্যাত ব্যক্তিদের ব্যবহৃত সেলুন কার ছাড়াও রয়েছে সিগন্যালিংয়ে ব্যবহৃত লণ্ঠন ও কয়লার ইঞ্জিন-সহ অজস্র জিনিস রয়েছে। আরও জানা যায়, আপাতত প্রতি সপ্তাহে শুক্রবার থেকে বুধবার পর্যন্ত খোলা থাকবে এই রেল মিউজিয়াম। এক্ষেত্রে দর্শকদের সামাজিক দূরত্ব-বিধি মানা-সহ মাস্ক পরা বাধ্যতামূলক থাকছে।

