উচ্চ মাধ্যমিক পরীক্ষা ও পাঠ্যক্রমে বদল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ছাঁটাই করা হবে পাঠ্যক্রম। পরীক্ষা নেওয়া হবে দুই ভাগে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রের খবর, করোনা আবহের কথা মাথায় রেখে কিছুটা কমিয়ে দেওয়া পাঠ্যক্রমের ভিত্তিতে ২০২২ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে বলে জানানো হয়েছে। একাদশের ক্ষেত্রেও একই ব্যবস্থা হবে বলে জানানো হয়। সিআইএসসিই একই বিষয় নিয়ে ভাবতে চলেছে। সূত্রের খবর, আগামী বছর দশম আইসিএসই ও দ্বাদশের আইএসসি পরীক্ষা হবে দুটি সিমেস্টারে। এক্ষেত্রে জানানো হয়েছে, প্রথমটি নভেম্বরে অনলাইনে। তা হবে মাল্টিপল চয়েস ভিত্তিক প্রশ্নে। আবার দ্বিতীয়টি মার্চ-এপ্রিল মাস নাগাদ হবে। তবে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

