gladiolus flowersOthers 

দক্ষিণ দিনাজপুরে গ্ল্যাডিওলাস ফুল চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ শীতকালে রজনীগন্ধা চাষ দক্ষিণ দিনাজপুরে ইতিমধ্যেই জনপ্রিয়। একই সময়ে, গ্ল্যাডিওলাস ফুলের চাষও জনপ্রিয়তা পাচ্ছে সেখানে। জেলার বিভিন্ন অঞ্চলে অন্যান্য সবজির পাশাপাশি অনেকেই এই ফুলের চাষ করছেন। ধান, গম, পাট, গ্ল্যাডিওলাস ফুল সহ অন্যান্য অর্থকরী ফসলের মতো এখানকার কৃষকরাও এই চাষে লাভের আশা দেখছেন। জেলা উদ্যানপালন বিভাগ গ্ল্যাডিওলাস ফুল চাষে কৃষকদের আর্থিক সহায়তাও দিচ্ছে। পাশাপাশি বীজও দেওয়া হচ্ছে।

চারদিক থেকে সুবিধা হওয়ায় অনেক কৃষক এখন গ্ল্যাডিওলাস ফুলের চাষে আগ্রহ দেখিয়ে চলেছেন। এই ফুলের জন্য ভাল বাজার রয়েছে। এই ফুলগুলি জেলার পাশাপাশি জেলার বাইরেও পাঠানো হচ্ছে। এ বিষয়ে জেলা উপ-উদ্যানপালন কর্মকর্তা জানান, গ্ল্যাডিওলাস ফুল চাষ করে জেলার কৃষকরা ব্যাপক সুবিধা পাচ্ছেন। আমরা তাঁদের আর্থিকভাবে বীজ এবং চারাগুলি দিয়ে সহায়তা করছি যাতে এই ফুলের চাষে আগ্রহী হন তাঁরা। এই ফুলগুলি তোড়া, মঞ্চ সজ্জা, প্রদর্শনী সহ বিভিন্ন কার্যক্রমে ব্যবহৃত হযে থাকে। জেলায় এর ব্যাপক চাহিদা রয়েছে। জেলার প্রায় প্রতিটি ব্লকেই এখন গ্ল্যাডিওলাস ফুলের চাষ হচ্ছে। গত বছরের তুলনায় এ বছর চাষযোগ্য জমির পরিমাণও বেড়েছে।

Related posts

Leave a Comment