Income Tax-6Others 

রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাড়ল সময়সীমা। সূত্রের খবর, ব্যক্তিগত আয়করদাতাদের ২০২০-২১ অর্থবর্ষের রিটার্ন দাখিলের সময় ২ মাস বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ করা যায়, আগামী ৩১ জুলাই থেকে তা ৩০ সেপ্টেম্বর করা হয়েছে। পাশাপাশি সংস্থার ক্ষেত্রে তা এক মাস বেড়ে হচ্ছে ৩০ নভেম্বর পর্যন্ত। প্রত্যক্ষ কর পর্ষদ সূত্রে জানানো হয়েছে, করোনা আবহের কারণেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে আরও জানানো হয়েছে, নিয়োগকারীদের ফর্ম-১৬ দেওয়ার সময়ও এক মাস বাড়ানো হয়েছে। ১৫ জুলাইয়ের মধ্যে তা দিতে হবে কর্মীদের। প্রসঙ্গত, রিটার্ন দাখিলের জন্য আগামী ৭ জুন নতুন পোর্টাল চালু করতে চলেছে আয়কর দফতর।

Related posts

Leave a Comment