ভারত-মার্কিন বৈঠক হওয়ার সম্ভাবনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আগামী ২৬ ও ২৭ অক্টোবর দিল্লিতে ভারত ও আমেরিকার মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, ২০১৮ সালে প্রথম দিল্লিতে বৈঠক হয়েছিল। পরের বছর তা হয় ওয়াশিংটনে। সূত্রের আরও খবর, এবারের বৈঠকে ভারতের পক্ষে উপস্থিত থাকার কথা বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের। পাশাপাশি আমেরিকার প্রতিনিধিত্ব করবেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেয়ো ও প্রতিরক্ষা সচিব মার্ক এসপার। এ বিষয়ে আরও জানা গিয়েছে, কৌশলগত সহযোগিতা এবং ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামগ্রিক উন্নয়ন ও স্থিতাবস্থা নিয়ে ওই বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।

