সিরিজ জয় অস্ট্রেলিয়ার : টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষে ভারত
আলেক্স ক্যারি দাপটে সিরিজ জয় অস্ট্রেলিয়ার। অপরাজিত ৯৮ রানের সুবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৩ উইকেটে জয় পেল অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ২ নম্বরে উঠে এল পাট কামিন্সের দল। শীর্ষ স্থানে রয়েছে ভারত। উল্লেখ করা যায়,২০২৩-২৪ মরশুমে রোহিত শর্মারা খেলেছেন ৯ টি ম্যাচ। জয় পেয়েছে ৬টিতে। পরাজিত হয়েছেন ২টিতে। ১ টি ম্যাচ ড্র হয়। ভারতীয়দের পয়েন্ট ৭৪। শতাংশ ৬৮.৫১। অন্যদিকে অস্ট্রেলিয়া এ পর্যন্ত খেলেছে ১২ টি ম্যাচ। জয় পেয়েছে ৮টিতে। পরাজিত ৩ টি ম্যাচ। ড্র একটি ম্যাচে। অস্ট্রেলিয়া দলের পয়েন্ট সংগ্রহ ৯০। উল্লেখ করা যায়, অস্ট্রেলিয়ার পয়েন্ট ভারতের থেকে বেশি হলেও পয়েন্টের শতাংশ ৬২.৫০। এক্ষেত্রে শতাংশের বিচারে ৬.০১ নম্বর পিছিয়ে রয়েছে কামিন্সের দল।

