বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ভারতের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রজাতন্ত্রের প্যারেডে এবার থাকছে বাংলাদেশও। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা ভোটের পূর্বে সীমান্তে অনুপ্রবেশ নিয়ে সরব রাজনৈতিক দল। বিষয়টি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে ছায়াপাত করতে পারে। এই আশঙ্কায় কেন্দ্রীয় সরকার ঢাকার সঙ্গে ইতিবাচক কূটনৈতিক সক্রিয়তা বাড়াচ্ছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ করা যায়, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রথমবারের জন্য বাংলাদেশ সেনার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে সেনাপ্রধান এম এম নরবণে ঘোষণা করেছেন, একাত্তরের যুদ্ধে বীরত্বের জন্য খেতাব পাওয়া সেনাদের গ্রামের মাটি এনে রাখা হবে দিল্লির জাতীয় যুদ্ধ স্মারকে। সূত্রের আরও খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে গিয়ে বৈঠকে জানিয়েছিলেন, বিধানসভা ভোটের আগে সীমান্ত সিল করে দেওয়ার কথা ভাবা হচ্ছে। আবার বিষয়টি সংবাদমাধ্যমে আসার পর ওই দেশে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গিয়েছে।

