India-Bangladesh BorderOthers World 

বাণিজ্য করিডর খোলার নির্দেশ, সীমান্তে শিথিলতায় নারাজ রাজ্য

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : একদিকে বাণিজ্য করিডর খোলার নির্দেশ। অন্যদিকে সীমান্তে শিথিলতা দেখাতে রাজি নয় পশ্চিমবঙ্গ সরকার। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নেপাল, ভূটান ও বাংলাদেশ সীমান্তের সমস্ত বাণিজ্য করিডর দিয়ে অত্যাবশ্যক পণ্য চলাচল শুরুর নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি লিখে এই বিষয় জানিয়েছেন। এক্ষেত্রে বলা হয়েছে, নেপাল ও ভূটানগামী অত্যাবশ্যকীয় পণ্য আটকে রাখার ফলে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন হচ্ছে। কোনও রাজ্য একতরফা সীমান্ত বন্ধ করতে পারে না। তাই বাণিজ্য করিডরগুলি জ্বালানি, এলপিজি, খাদ্য সামগ্রী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহণের জন্য খুলে দেওয়া হোক। আবার বাংলাদেশ সীমান্তের যে কটি করিডর দিয়ে পণ্য পরিবহণ হয়, সেগুলিও খোলার নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের। তবে নবান্ন এখনও কোনও সিদ্ধান্ত গ্রহণ করেনি বলে জানা গিয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন, বাংলাদেশ, নেপাল ও ভূটান সীমান্তে বাণিজ্য করিডর খুললে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলিতে সংক্রমণ ঠেকানো সম্ভব হবে না। ফলে সীমান্তে শিথিলতা দেখাতে রাজি নয় পশ্চিমবঙ্গ সরকার।

Related posts

Leave a Comment