ইটালি-ভারত শীর্ষ নেতৃত্বের বৈঠকে চুক্তি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ইটালি-ভারত চুক্তি। সূত্রের খবর, ভিডিও মাধ্যমে দু-দেশের শীর্ষ নেতৃত্বের বৈঠকের পর বিনিয়োগ ও বাণিজ্য পরিকাঠামো সংক্রান্ত ১৫টি চুক্তিপত্রে সই করল ভারত ও ইটালি। অন্যদিকে বিশদে আলোচনা হয়েছে করোনা পরিস্থিতি মোকাবিলা নিয়েও। এ বিষয়ে আরও জানা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইটালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তেকে জানিয়েছেন, অতিমারির বিরুদ্ধে সফল লড়াই থেকে ভারত শিখেছে এবং সে দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়েছে। পাশাপাশি এ বিষয়ে তিনি আরও জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতোই ইতিহাসের একটি সন্ধিক্ষণ হয়ে রয়ে যাবে করোনা আবহ।

