india and 4th testOthers Sports 

ইতিহাসের সামনে ভারতীয় ক্রিকেট

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ইতিহাসের সামনে অজিঙ্ক রাহানের ভারত। ১-১ অবস্থায় রয়েছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। ব্রিসবেনে আজ শুরু চতুর্থ টেস্ট। এই টেস্ট জিতলে ২ বার অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতবে ভারত। তবে চোট -আঘাত নিয়ে সমস্যায় রয়েছে রাহানেরা। যশপ্রীত বুমরাকে খেলানোর চেষ্টা চলছে। বুমরা না খেললে শার্দুল ও নটরাজনের মধ্যে একজন খেলবেন বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment