isl and 20 novemberOthers Sports 

২০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে সপ্তম ইন্ডিয়ান সুপার লিগ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আইএসএল ২০২০-২১ ক্রীড়াসূচি ঘোষিত হল। ২০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে সপ্তম ইন্ডিয়ান সুপার লিগ। কলকাতার দুই প্রধান এবারই প্রথম ইন্ডিয়ান সুপার লিগ খেলবে। আইএসএল নিয়ে উৎসাহ বাড়বে বলে মনে করা হচ্ছে। ২০ নভেম্বর টুর্নামেন্ট শুরুতে মাঠে নামছে সবুজ-মেরুন। প্রথম দিন এটিকে-মোহনবাগানের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স।গোয়ার বাম্বোলিনে সন্ধ্যে সাড়ে সাতটায় ম‍্যাচ শুরু হবে বলে খবর।অন্যদিকে আইএসএল অভিযান শুরু করবে লাল-হলুদও। ২৭ নভেম্বর গোয়ার তিলক ময়দানে এসসি-ইস্টবেঙ্গল মুখোমুখি হবে এটিকে-মোহনবাগানের। টুর্নামেন্টের শুরুতে আইএসএল-র উন্মাদনা বাড়াতে মরিয়া আয়োজকরা।
সূত্রের খবর,টুর্নামেন্টের একাদশ রাউন্ড পর্যন্ত সূচি ঘোষণা করা হয়েছে। ইস্টবেঙ্গল দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে পয়লা ডিসেম্বর। প্রতিপক্ষ মুম্বাই এফসি। আবার মোহনবাগান তৃতীয় ম্যাচে নামবে ওড়িশা এফসি-র বিরুদ্ধে। ওই ম্যাচ হবে ৩ ডিসেম্বর। ইস্টবেঙ্গলের পরের ম্যাচ নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ৫ ডিসেম্বর।অন্যদিকে ৭ ডিসেম্বর মোহন বাগানের খেলা জামশেদপুর এফসির বিরুদ্ধে।জানা যায়,একাদশ রাউন্ডে মোহনবাগান শেষ ম্যাচ খেলবে ১১ জানুয়ারি মুম্বই এফসি-র বিরুদ্ধে। ওই ক্রীড়াসূচি অনুযায়ী জানা গিয়েছে, লাল-হলুদ শিবির শেষ ম্যাচ খেলবে ৯ জানুয়ারি বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে।

Related posts

Leave a Comment