india and reserve bankOthers 

ভারতের বিদেশি মুদ্রা ভাণ্ডার কমল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ভারতের বিদেশি মুদ্রা ভাণ্ডার কিছুটা কমল। সূত্রের খবর,এক সপ্তাহ পূর্বে রেকর্ড উচ্চতায় পৌঁছনোর পর এক্ষেত্রে কিছুটা কমে এসেছে। রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে,গত ২৭নভেম্বর শেষ হওয়া সপ্তাহে তা ৪৬.৯ কোটি কমে হয়েছে ৫৭,৪৮২.১কোটি ডলার। পূর্বের সপ্তাহে তা ২৫১.৮কোটি ডলার বেড়েছিল বলে খবর।

Related posts

Leave a Comment