নতুন বছরে পরিস্থিতি স্বাভাবিক হবে -ইন্ডিগোর দাবি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা মহামারীর প্রভাব। বিপর্যস্ত বিশ্বব্যাপী উড়ান পরিষেবা। সূত্রের খবর,মার্চের শুরুতেই ভারতে তাঁর প্রভাব পড়েছিল। লকডাউন পর্ব চালুর পর আন্তর্জাতিক উড়ানপরিষেবা বন্ধ হয়ে যায়। সূত্রের আরও খবর, দীর্ঘ লকডাউন পর্ব কাটিয়ে দেশে আনলক পর্ব চালু হয়। এক্ষেত্রে নিয়ন্ত্রিত ঘরোয়া উড়ান চালু হলেও আন্তর্জাতিক উড়ান পরিষেবা কবে চালু হবে তা নিয়ে ধন্দ ছিল। এরপরও করোনা ভাইরাসের নতুন স্টেনের খবর পাওয়ার পর ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশে সংক্রমণের প্রভাব দেখা যাচ্ছে। অন্যদিকে ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে,সুরক্ষা বিধি মেনে ঘরোয়া উড়ান পরিষেবা আবারও শুরু হয়েছে। নতুন বছরে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে বলেও জানানো হয়।

