আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি। ভাষার অধিকারের দাবিতে আন্দোলন শুরু হয়েছিল। ১৯৪৮ সালে পাকিস্তান সরকার ঘোষণা করে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এরপরই সংগঠিত হয়েছিল সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন পর্ব। এই ভাষা আন্দোলনকেই বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির পথে প্রথম পদক্ষেপ বলা হয়। বহু সংখ্যক ছাত্র ও মানুষ এই আন্দোলনে সামিল হয়েছিলেন। শহীদ হয়েছিলেন অনেকেই। ১৯৯৯ সালে ইউনেস্কো আজকের দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছিল। সেই নিয়মেই ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মহান
শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। (ছবি: সংগৃহীত)

