Narendra Modi-5Others 

ভারতে লগ্নিতে আহ্বান প্রধানমন্ত্রীর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতির জেরে গত আর্থিক বছরে সঙ্কোচনের খাদে পড়ে ভারতীয় অর্থনীতি। দেশের অর্থ-ব্যবস্থাকে ঘুরিয়ে দাঁড় করানোর জন্য ‘মেরামতি ও প্রস্তুতি’-তে নজরদারি শুরু করেছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ করা যায়, স্টার্ট-আপ সংক্রান্ত এক সম্মেলনে স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজাতে এবং উদ্ভাবনে গুরুত্বের পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশি লগ্নিকারীদের আহ্বান জানালেন দেশে পুঁজি ঢালার জন্য। এক্ষেত্রে তাঁর মন্তব্য, ৫টি স্তম্ভের উপরে ভিত্তি করে ভারতে লগ্নি করতে বিশ্বকে আহ্বান জানানো হচ্ছে। মেধা, বাজার, মূলধন, পরিবেশ ও মুক্ত সংস্কৃতি। অন্যদিকে ভারতে স্টার্ট-আপ ব্যবসার পরিবেশ বিশ্বের অন্যতম সেরা বলেও দাবি করলেন প্রধানমন্ত্রী।

Related posts

Leave a Comment