Invironment-2Others 

প্রকৃতি আপন রঙ দিয়ে রাঙানো

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রকৃতি সেজে উঠছে। প্রকৃতির আপন সৃষ্টি সবই রঙ দিয়ে রাঙানো। চারিদিকে প্রকৃতি ছড়িয়ে-ছিটিয়ে রেখেছে রঙ দিয়ে। প্রকৃতিই রঙের উৎসব বয়ে নিয়ে চলে। বসন্তকালে প্রকৃতি আরও সুন্দর হয়ে ওঠে। সব মিলিয়ে দুরন্ত প্রকৃতি। এই বসন্তে ফুটে ওঠে ফুল। রঙিন হয়ে ওঠে আকাশ-সহ চারিদিক। রঙের নেশাতে আমরা মাতোয়ারা হয়ে উঠি।

বিশ্বকবির সেই গান বড় প্রাসঙ্গিক- ‘ওরে গৃহবাসী, খোল দ্বার খোল…’। তিনি সকলকে প্রকৃতির এই রঙের উৎসবে মেতে উঠার আহ্বান করেছেন। এই রঙের উৎসবে অনুভব করার বার্তা ফুটে ওঠে। দোল বা হোলি উৎসব আসলে প্রকৃতির বুকে অপার আনন্দে মেতে ওঠা। সেখানে সকলের মধ্যে নিজেকে খুঁজে চলা।

Related posts

Leave a Comment