আইপিএল ঘিরে অনিশ্চয়তা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আইপিএল-১৩ শেষ পর্যন্ত কী বাতিল হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে সংশয় বেড়েছে। বাংলা-সহ দেশের বেশ কিছু রাজ্যে লকডাউন মেয়াদ ১৫ দিন বাড়ছে। এরপর চাপ বেড়েছে আইপিএল আয়োজকদের। সূত্রের খবর, আগামী ১৫ এপ্রিল দেশে লকডাউন উঠে গেলে, পরিস্থিতি খতিয়ে দেখে আইপিএল আয়োজন করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে বোর্ড। বর্তমান পরিস্থিতিতে আইপিএল ঘিরে গভীর অনিশ্চয়তা তৈরি হল। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, দেশে যা পরিস্থিতি, কোনও খেলা হওয়ারই সম্ভাবনা নেই। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। তবে এখন কিছু বলা মুশকিল। বোর্ডের সামনে দুটি বিকল্প রাস্তা। সেপ্টেম্বর-অক্টোবরে, অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে আইপিএল আয়োজন করা হয়। বিশ্বকাপ পিছিয়ে দিয়ে ওই সময় আইপিএল আয়োজন করা হয়েছিল। আবার আইপিএল না হলে বোর্ডের বিপুল অর্থের ক্ষতি। যা ভাবিয়ে তুলেছে বিসিসিআই-কেও।

