kolkata iskcon rathBreaking News Others 

ইস্কনের রথ এবার কলকাতার রাজপথে নয়, অনলাইনে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ৪৯তম বছরে পদার্পণ করল কলকাতা ইস্কনের রথ-উৎসব। আগামী বছর সুবর্ণ জয়ন্তী পালিত হবে। ইস্কনের রথোৎসব বর্তমানের কলকাতার রথ হিসেবেই বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। ইস্কনের রথ মানেই অগণিত ভক্ত সমাগম। সন্ন্যাসী ও দর্শনার্থীদের ঘিরে এই ভিন্ন মাত্রা পায়। পুরীর জগন্নাথের রথযাত্রার পর অন্যতম রথোৎসব হল ইস্কনের রথযাত্রা।

ঐতিহ্যশালী রথকে এবার কলকাতার রাজপথে পরিভ্রমণে দেখা যাবে না। করোনা পরিস্থিতিতে বাড়তি সতর্কতার কারণে এবার রথযাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে ইস্কন কর্তৃপক্ষ। তবে জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার পুজো হবে যাবতীয় রীতি মেনেই। সূত্রের খবর, ইস্কনের ব্রহ্মচারী ও সন্ন্যাসীরা মিলে ফুল, রঙিন কাগজ ও বস্ত্র প্রভৃতি সাজ-সরঞ্জাম দিয়ে মন্দির সাজিয়ে তুলছেন।

ইস্কন কর্তৃপক্ষ সূত্রে আরও জানা গিয়েছে, বিশ্বের প্রায় ১৫০টি দেশের প্রায় ৭০০টি শহরে ইস্কনের রথযাত্রা অনুষ্ঠিত হয়। পুরীর রথের তিথি মেনেই এই আয়োজন চলে। এবছর কলকাতা সহ সারা বিশ্বে ইস্কনের সব কেন্দ্রেই রথযাত্রা বাতিল হয়েছে, কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস সূত্রে একথা জানা গিয়েছে। উল্লেখ্য, কলকাতায় ইস্কনের রথযাত্রার শুভ সূচনা করেছিলেন শ্রীল প্রভুপাদ।

জানা যায়, প্রায় ১১৯ বছর আগে মাত্র ৫ বছর বয়সে কলকাতায় তিনি সাধারণ রথযাত্রা শুরু করেছিলেন। তারপর ১৯৭২ সালে শ্রীল প্রভুপাদ আনুষ্ঠানিকভাবে ইস্কনের রথযাত্রার সূচনা করেছিলেন। ইস্কনের এই রথোৎসব দেশের অন্যতম সেরা উৎসব হিসেবে স্থান করে নিয়েছে। করোনা আবহে ভক্ত সমাগমে সামাজিক দূরত্ব মেনে চলা সমস্যার। ভক্ত ও দর্শকরা এবার দর্শন পাবেন না। তাই অনলাইন ব্যবস্থাও হয়েছে।

আবার ইস্কন কলকাতা ফেসবুক পেজ, হোয়াটসআপ, ইনস্টাগ্রাম, ইস্কনের ওয়েবসাইট ও ইউটিউবে এই রথোৎসবের সরাসরি সম্প্রচার করা হবে বলে জানা গিয়েছে। রথযাত্রা স্থগিত হওয়ার কারণে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে না বলে খবর। সরাসরি সম্প্রচারের লিংক: www.facebook.com/iskconkolkatatemple, www.iskconkolkata.com, www.youtube.com.

Related posts

Leave a Comment