বারাসাতের কাছারি মাঠ ব্যবসায়ী সমিতির জগদ্ধাত্রী পুজো
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ প্রতি বছরের মত এবারেও জগদ্ধাত্রী পুজোয় ব্রতী হয়েছে বারাসাতের কাছারি মাঠ ব্যবসায়ী সমিতি। বিগত চার বছর ধরে বৃহৎ আকারের পূজো আয়োজন করলেও করোনা আবহে এবার আয়োজন সংক্ষিপ্ত করতে বাধ্য হয়েছে।
পূজোর আয়োজনের পাশাপাশি সাধারণ মানুষের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিন প্রান্তিক সাধারণ মানুষের জন্য বাজার সংলগ্ন স্থানে মধ্যাহ্নকালীন আহারের ব্যাবস্থা করলেন পূজো উদ্যোক্তারা। উপস্থিত ছিলেন তৃণমূল ট্রেড ইউনিয়ন নেতা তাপস দাশগুপ্ত। সাধারণ মানুষের সাথে আহার করেন তিনিও। পাশাপাশি উদ্যোক্তাদের উদ্যমী সামাজিক কাজকর্মের প্রশংসাও করেন তিনি।

