Amfan Effect-1Others 

ঘূর্ণিঝড় মোকাবিলায় আগেই পরিকল্পনায় বিশেষ নজর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আম্ফানের বর্ষপূর্তির মধ্যেই রাজ্যে ফের ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা। উল্লেখ করা যায়, গত বছর পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি-সহ কলকাতা লণ্ডভণ্ড হয়ে পড়ে। বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয়। এবার আগে থেকে পরিকল্পনার ওপর বিশেষ নজর দিচ্ছে বিদ্যুৎ দফতর। দফতরের কর্তাদের পাশাপাশি সরকারি-বেসরকারি সংস্থাগুলির সঙ্গে বৈঠক বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের।

করোনা আবহের মধ্যেই গত বছর এই সময়েই আছড়ে পড়ে আম্ফান। ওই ঝড়ে বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন পর্যন্ত বিদ্যুৎ বিপর্যস্ত হয়। অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি উপরে পড়েছিল। লকডাউনের মধ্যে শ্রমিক না পাওয়ার অভিযোগও সামনে আসে। সরকারি-বেসরকারি বন্টন সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগও উঠেছিল।

এরপর ভিন রাজ্য থেকে বাড়তি শ্রমিক আনা হয় বলে জানা যায়। এছাড়া গাছ কাটা নিয়ে কলকাতা পুরসভা-সহ বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয়ের অভাবেও পরিষেবা ব্যাহত হয় বলেও অভিযোগ সামনে আসে। এবার আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আগামী ২৬ মে স্থলভূমিতে আছড়ে পড়ার সম্ভাবনা। ঝড়টির নামকরণ করা হয়েছে ‘যশ’। সরকারিভাবে জানা গিয়েছে, এই সংক্রান্ত বিষয় নিয়ে নবান্নে উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক হয়। প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগাম প্রস্তুতির বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

Related posts

Leave a Comment