Jash Effect-1Others 

উঁচু ও স্থায়ী নদীবাঁধ নির্মাণের দাবি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ‘যশ’ তাণ্ডবে জলোচ্ছ্বাসের জেরে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার অসংখ্য জায়গায় নদীবাঁধ ভেঙেছে। জলের স্রোতে গ্রামের পর গ্রাম প্লাবিত। এই বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে স্থায়ী বাঁধের দাবি জোরালো হল। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলের পক্ষ থেকে উঁচু ও শক্তপোক্ত স্থায়ী নদীবাঁধ নির্মাণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি জানানো হয়েছে। এসইউসি দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানা যায়।

Related posts

Leave a Comment