jasim uddin and poetEducation Lifestyle Others 

দুঃখ-দারিদ্রতার কথা-কাহিনীর রূপকার

“নকশী কাঁথার মাঠ” এক মর্মস্পর্শী কাব্য। ১৯২৮ সালে এটি লিখেছিলেন এক পল্লী কবি। পর পর এক এক করে অনেক লেখাই প্রকাশ পেয়েছে। সেই কলম ছিল অনেক ধারালো। “পদ্মা নদীর দেশে”,”সোজন বাদিয়ার ঘাট” সহ একাধিক লেখা তাঁর কলমে উঠে এসেছে। বাংলার হিন্দু-মুসলমান সমাজের মানুষের জীবন-যাপন তুলে ধরেছেন। সমাজ ও বাস্তবতার কবি মানুষের জাগতিক দুঃখ-দারিদ্রতার কথা-কাহিনী রূপায়ণ করেছেন। ১৯৭৬ সালের ১৩ মার্চ এই কবি প্রয়াত হয়েছিলেন। তিনি হলেন কবি জসীমউদ্দীন।

Related posts

Leave a Comment