Joydev-Kenduli MelaOthers 

জয়দেব-কেঁদুলির মেলা হবে না- মকর-স্নানের অনুমতি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা আবহে শতাব্দী প্রাচীন জয়দেব-কেঁদুলির মেলা হবে না। স্থানীয় সূত্রের খবর, এই মেলা নিয়ে জেলা প্রশাসনের কর্তা-ব্যক্তিরা জয়দেব-কেঁদুলি গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, মেলা এবার হবে না। উল্লেখ করা যায়, শুধুমাত্র পুজো অর্চনা ও পুণ্যার্থীদের জন্য মকর-স্নানের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। এক্ষেত্রে আরও জানা যায়, আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি পুণ্য স্নানের ব্যবস্থা করা হবে অজয় নদের তীরে। ওই স্নানের জন্য প্রতিবছরই ভিড় হয়। তবে এবার কীভাবে করোনা-বিধি মেনে স্নানের বন্দোবস্ত করা যাবে, তা দেখার দায়িত্ব নিচ্ছে জেলা প্রশাসন।

Related posts

Leave a Comment