চটশিল্পে ক্ষতির অঙ্ক ১২৫০ কোটি টাকা স্পর্শ করেছে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চটশিল্পে ক্ষতি। সূত্রের খবর, লকডাউনের জেরে বেশ কয়েকদিন বন্ধ থাকার পর রাজ্যের চটকলগুলিতে ধীরে-ধীরে কাজ শুরু করার প্রক্রিয়া চালু হয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই ক্ষতির অঙ্ক ১২৫০ কোটি টাকা স্পর্শ করেছে। এমনই দাবি চটকল মালিকদের সংগঠন আইজেএমএ-র চেয়ারম্যান রাঘবেন্দ্র গুপ্তের। এক্ষেত্রে তাঁর বক্তব্য, কারখানা বন্ধ থাকায় প্রায় দেড় লক্ষ টন পাটজাত পণ্য উৎপাদন করা যায়নি। কিছু চটকল উৎপাদন শুরু করলেও মোট শ্রম সম্পদের ৫ শতাংশ থেকে ১০ শতাংশ নিয়ে কাজ করা হচ্ছে। অন্যদিকে চটকল মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, খাদ্যসামগ্রী রাখার জন্য প্লাস্টিকের বস্তার বরাতও দেওয়া হয়েছে। ফলে তাঁদের ক্ষতি বেড়েছে।

