জ্যোতি বসুর প্রয়াণ দিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জ্যোতি বসুর প্রয়াণ দিবস। আজকের দিনে পশ্চিমবঙ্গের ষষ্ঠ মুখ্যমন্ত্রী জ্যোতি বসু (৯৫) প্রয়াত হয়েছিলেন। কলকাতায় তিনি প্রয়াত হয়েছিলেন। ২০১০ সালের ১৭ জানুয়ারি তিনি প্রয়াত হন। ১৯৭৭ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন। দেশের রাজনীতিতেও তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল। বিচক্ষণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে দেশের বাইরেও তাঁর গ্রহণযোগ্যতা ছিল। তাঁর প্রয়াণ দিবসে আমাদের স্মরণ ও বিনম্র শ্রদ্ধা।

