K G SubramanyanOthers 

মেলায় হারিয়ে যাওয়া বই-ছবি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শিল্পী কে জি সুব্রহ্মণ্যনের জন্মমাস ফেব্রুয়ারি। প্রতি বছর তাঁর স্মৃতিতে প্রদর্শনী হয়। সূত্রের খবর, ফেব্রুয়ারির উৎসর্গীকৃত ফার্ন রোডের ‘দেবভাষা বই ও শিল্পের আবাস’-এ। আগামী ৫ ফেব্রুয়ারি শুরু চিত্র প্রদর্শনী ও দেবভাষা বইমেলা। উল্লেখ্য, দেবভাষা প্রকাশিত সব বইয়ের পাশে থাকবে অন্য প্রকাশনার বই, পত্রিকা ও লিটল ম্যাগাজিন। পাশাপাশি যেসব প্রবীণ-নবীন শিল্পীর বই ও পুস্তিকা প্রকাশিত হয়েছে, থাকবে তাঁদের সকলের শিল্পকৃতি।

অন্যদিকে দেখা যাবে হারিয়ে যাওয়া বই ও চিনে ছবির প্রিন্ট। এই মেলা চলবে ৫ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বেলা ৩টে থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এই মেলা চলবে। আয়োজক সূত্রের খবর, প্রতিদিন সন্ধে সাড়ে ৬টায় চলবে আলোচনা। ৫ থেকে ৬ ফেব্রুয়ারির বিষয়- ‘বই ও তার নির্মাণ’ এবং ‘চিত্রকরের কবিতা’। আবার ৭ ফেব্রুয়ারি শিল্পী বিনোদবিহারী মুখোপাধ্যায়ের জন্মদিনে ‘শিল্পীর লেখা ও শিল্পীর ছবি’ বিষয়ে আলোচনা চলবে। কে জি সুব্রহ্মণ্যন স্মারক বক্তৃতাও থাকবে। সমাপ্তি দিনে ‘এক চলার পথের গল্প’ শোনাবেন ক্যাটায়ুন সাকলাত।

Related posts

Leave a Comment