কালবৈশাখী ও শিলাবৃষ্টির সম্ভাবনার কথা বলছে হাওয়া অফিস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ধেয়ে আসতে চলেছে কালবৈশাখী। শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকছে। মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও থাকছে বলে হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে। হাওয়া অফিস সূত্রের আরও খবর,এর ফলে গরম কমবে না, সঙ্গে থাকবে অস্বস্তিও। এক্ষেত্রে আরও বলা হয়েছে, কলকাতাসহ দক্ষিণবঙ্গে আবারও কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কালবৈশাখী হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এই প্রভাব দেখা দিতে পারে।
উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে হাওয়া অফিস। এছাড়া ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গেও। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে,কলকাতায় আজ মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও থাকছে। গরমের সঙ্গে বেড়ে চলেছে অস্বস্তিও। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি বেশি। উল্লেখ করা যায়, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫০ থেকে ৮৮ শতাংশ।
আজ ও কাল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে। ঝড় বৃষ্টি হতে পারে শনিবারেও। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ের ভোট হবে ওইদিন। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আবার কোথাও শিলা বৃষ্টির সম্ভাবনাও থাকছে দক্ষিণবঙ্গে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ,এমনই পূর্বাভাস হাওয়া অফিসের। দমকা হওয়া ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগেও বইতে পারে।
হাওয়া অফিস সূত্রে আরও জানা যায়,নদিয়া ,মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ বেশ কিছু জেলায় আগামী ২৪ ঘণ্টায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বেশ কিছু এলাকায় কালবৈশাখীর সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর ।

