বিশ্ব রাঙ্কিংয়ে স্বীকৃতি কিদম্বি শ্রীকান্তের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিশ্ব ব্যাডমিন্টনে রুপো জয়ী হওয়ার স্বীকৃতি পেলেন কিদম্বি শ্রীকান্ত। বিশ্ব রাঙ্কিং তালিকার প্রথম দশে জায়গা করে নিলেন তিনি। অন্যদিকে লক্ষ্য সেন রয়েছেন ১৭ নম্বরে। পাশাপাশি বি সাই প্রণীত রয়েছেন ১৮ নম্বরে। উল্লেখ্য, মহিলাদের বিভাগে ৭ নম্বরে রয়েছেন পি ভি সিন্ধু। আবার সাইনা নেহওয়াল ২৫ নম্বরে। ডাবলসে চিরাগ শেট্টি ও সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি রয়েছেন ১০ নম্বর স্থানে।

