হাঁটুর ব্যথার উপশমে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিভিন্ন কারণে হাঁটুতে ব্যথা হতে পারে। এর মধ্যে রয়েছে একটা অস্টিও-আর্থাইটিস। বয়স বাড়লে আথ্রাইটিস, রিউমাটয়েড আথ্রাইটিস বা কন্ডোম্যালেশিয়া প্যাটেলার মতো অসুখের কারণে হাঁটু বা হিপ জয়েন্টের হাড় ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে পারে। ক্ষয়প্রাপ্ত জয়েন্ট একটা সময়ে নার্ভরুটে চাপ দিয়ে থাকে। এরফলে শুরু হতে পারে ব্যথা। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, হাড়ের এই ক্ষয় ওষুধ বা অন্য কিছুর সাহায্যে পূরণ করা যায় না। ক্ষয়ের সঙ্গে ব্যথাও বাড়তে পারে।
একটা সময়ে ব্যথার কষ্টে স্বাভাবিক জীবন ব্যাহত হতে পারে। এক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, ক্ষয়প্রাপ্ত জয়েন্ট বাদ দিয়ে কৃত্তিম প্রস্থেসিস বসানো হলে রোগী ফিরে পান ব্যথামুক্ত স্বাভাবিক জীবন। অন্যদিকে পড়ে গিয়ে হিপ জয়েন্ট ভেঙ্গে গেলে বা ভাস্কুলার নেক্রোসিসের কারণে হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট করা হয়। এক্ষেত্রে আরও জানানো হয়েছে, অস্টিও-আর্থাইটিসের মতোই একটি হাড়ের অসুখ ‘অস্টিওপোরেসিস’।
বয়স বেড়ে গেলে বিশেষ করে মহিলাদের মেনোপসের পর ক্যালসিয়ামের অভাব, হরমোনের তারতম্য ও অন্যান্য কিছু কারণে এই অসুখ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এ রোগে হাড় নরম হতে শুরু করে। সামান্য আঘাতেই ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। অনেকের ভারসাম্যের অভাব, ব্যথা বা পেশীর সচলতার অভাবে চলাফেরায় অসুবিধা হতে পারে। কোনওভাবে পড়ে গেলে অনেক সময়েই হিপ জয়েন্ট বা তার আশপাশের হাড়ে চিড় ধরে বা ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়।
এই সময় রোগী খুবই অসুস্থ হয়ে পড়েন। এক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকরা আরও জানিয়েছেন, হিপ জয়েন্টের ভেতরের হাড়ের ফ্র্যাকচার ‘ডিস্পেলসড’ ও ‘আন ডিস্পেলসড’ এই ২ ধরনের হয়। ডিস্পেলসড ফ্র্যাকচারে হাড় ভেঙ্গে ঘুরে যায় বা দুটি ভাঙ্গা অংশে অনেকটা ফাঁক থাকে। এক্ষেত্রেই হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট ছাড়া আর কোনও উপায় থাকে না। টোটাল ও পার্সিয়াল ২ ধরনেরই হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট করা হয়ে থাকে। এখন জয়েন্ট রিপ্লেসমেন্ট করা হয় কম্পিউটার অ্যাসিস্টেড টেকনোলজি চালিত অর্থোপাইলট সিস্টেমের মতো উন্নত প্রযুক্তির সাহায্যে। পাশাপাশি চিকিৎসকের দক্ষতা অনুযায়ী জয়েন্ট রিপ্লেসমেন্ট প্রায় ১০০ শতাংশ ক্ষেত্রেই সফল হতে পারে। বিশেষ জটিলতা না থাকলে ৩দিনের মধ্যে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। চিকিৎসকের নির্দেশ মতো কিছু ব্যায়াম এক্ষেত্রে জরুরি।

