বিমানবন্দরের সাফাইকর্মীদের বিশেষ সম্মান প্রদর্শন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতিতে পরিচ্ছন্নতাই মূল মন্ত্র হওয়া উচিত। সেই দায়িত্ব যথাযথ পালন করেছেন বিমানবন্দরের সাফাইকর্মীরা। সূত্রের খবর, করোনাকালে গত কয়েক মাস নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন কলকাতা বিমানবন্দরের সাফাইয়ের সঙ্গে যুক্ত প্রায় ৭০০ কর্মচারী। উল্লেখ্য, গত দু-সপ্তাহব্যাপী বিশেষ স্বচ্ছতা-পক্ষ পালন করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। সেই পক্ষ শেষ হওয়ার দিনে ৭০০ কর্মীকে বিশেষ সম্মান প্রদর্শন করল বিমানবন্দর কর্তৃপক্ষ।
এক্ষেত্রে জানা গিয়েছে, প্রত্যেকের হাতে মিষ্টি, স্যানিটাইজার, মাস্ক ও গ্লাভস তুলে দেওয়া হয়েছে। এই ৭০০ কর্মীর মধ্যে কিছু স্থায়ী কর্মী থাকলেও অধিকাংশই বেসরকারি সংস্থার কর্মী বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, গত ২৩ মার্চ লকডাউন শুরুর সময়ে উড়ান পরিষেবা বন্ধ থাকলেও খোলা ছিল বিমানবন্দর। ওই সময় থেকেই টার্মিনাল ও প্রধানত শৌচাগার পরিষ্কারের কাজ করে চলেছেন ওই কর্মীরা।

