Kolkata High Court-2Others 

পুরোহিত ভাতা সংক্রান্ত মামলা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কীসের ভিত্তিতে পুরোহিতদের ভাতা দেওয়ার কথা স্থির হয়েছে তা নিয়ে রাজ্যের হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। সূত্রের খবর, বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, আগামী বুধবার আবারও শুনানি হবে। প্রসঙ্গত, রাজ্য সরকার সম্প্রতি পুরোহিত ভাতা চালুর ঘোষণা করেছে। এর পরিপ্রেক্ষিতে এক ব্যক্তি মামলা করেছিলেন। রাজ্য কলকাতার পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ার কথা বলেছে তা নিয়ে মামলাও হয়। এর শুনানিও হতে পারে বলে জানা যায়।

Related posts

Leave a Comment